দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে গণআন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।তিনি বলেন,’ দেশে এখন খুন-ধর্ষণের রাজনীতি চলছে, এ থেকে বেরিয়ে আসতে হবে।’মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
নোমান বলেন, ‘সারাদেশ এখন খুন-খারাবির অভয়ারণ্যে পরিণত হয়েছে।’
Read More News
দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘ভোটাধিকারসহ মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে বিএনপি নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। সরকার বুলেট ও অস্ত্র দিয়ে সে আন্দোলন সাময়িকভাবে দমানোর চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘এভাবে দমনই শেষ নয়। একদিন আইয়ূব-ইয়াহিয়া-এরশাদের মতো তাদেরও পতন হবে।’
কুমিল্লায় ধর্ষণ ও খুনের শিকার তনুর মতো প্রতিদিন অসংখ্য নারী ধর্ষণের শিকার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশ থেকে গুম-খুন-ধর্ষণের রাজনীতি দূর করতে দুটি পথ আছে। এক ব্যালট প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে। আর শাসক যদি স্বৈরাচারী হয়, তাহলে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, নগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ