চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ছাত্র নিহত হয়েছেন। সোহেল আহমেদ নামের ওই ছাত্র এমবিএর শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে।
এ ঘটনার পরই এর প্রতিবাদে শিক্ষার্থীরা নগরের প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায় তারা। সড়কে ব্যারিকেড দিয়ে রাখায় যানজটের সৃষ্টি হয়।
Read More News
শিক্ষার্থীরা জানিয়েছে, ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠান নিয়ে ছাত্রদের দুই গ্রুপে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার বিদায়ী অনুষ্ঠানের মহড়া চলছিল। এ সময় দুপুর ১টার দিকে ১৫/২০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সোহেল আহমেদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখোনে দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলকে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।