খালেদা জিয়াকে সংবিধান মেনে রাজনীতি করার আহ্বান আনিসুলের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংবিধান মেনে রাজনীতি করার আহবান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানে ১৫ দিন পর পর সংবিধান বদলায়। আপনারা চলে গেলে সংবিধান চিরদিন অটুট থাকবে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাইদুর রহমান মানিকের সভাপত্বিতে ঢাকার আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া সম্প্রতি ২০১৯ সালে নির্বাচন শেখ হাসিনা বিহীন নির্বাচন হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা বাংলাদেশে আবার ১৫ আগস্ট, ২১ আগস্ট সৃষ্টি করতে চায়।
Read More News

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সানজিদা খানম এমপি, সৈয়দ রেজাউর রহমান, কাজী মোঃ নজীবউল্লাহ হিরু, মোখলেছুর রহমান বাদল, শেখ হেমায়েত হোসেন, আব্দুল্লাহ আবু, খন্দকার আব্দুল মান্নান, আবু সাইদ সাগর, ফকির দেলোয়ার হোসেন প্রমুখ আইনজীবী নেতা। আরো উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, জেলা জজ এস.এম কুদ্দুস জামান, ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, উপসচিব (প্রশাসন-১) মাহবুবার রহমান সরকার, ঢাকার সি.এম.এম শেখ হাফিজুর রহমান, ঢাকার সি.জে.এম জেসমিন আরা প্রমুখ। অনুষ্ঠানের আগে আমন্ত্রিত অতিথিরা সিএমএম আদালতের নতুন লিফট, জেলা জজ আদালতের ফুল বাগান, মহানগর দায়রা জজ আদালতের এসি সমৃদ্ধ এজলাস কক্ষ উদ্বোধন করেন। আইনমন্ত্রী আনিসুল হক আইনজীবীদের বহুতল ভবনের নানা উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন। এছাড়া সিজেএম আদালতের এজলাস কক্ষ মাইক সমৃদ্ধ করার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *