বলিউড থেকে হলিউড সর্বত্রই যেন দাপিয়ে বেড়াচ্ছেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তারই আরও একটি স্বীকৃতি মিললো।ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, নারীদের বিশেষ পোশাকের বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেটের ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় স্থান পেয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। যৌন আবেদনময়ী চোখের তকমা পেয়েছেন প্রিয়াঙ্কা।
শুধু প্রিয়ঙ্কাই নন, তার অভিনীত ‘কোয়ান্টিকো’ও জিতেছে ‘দ্য সেক্সিয়েস্ট টিভি কাস্ট’ খেতাব। টুইটারে খবরটা শেয়ার করেছেন উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।
Read More News
প্রিয়াঙ্কা টুইটারে শুক্রবার এখবর জানিয়ে লিখেছেন, ‘আবেদনময়ী চোখ, আবেদনময়ী অভিনয়শিল্পী দল! ভালো লাগলো।’
বলিউড তারকা প্রিয়াঙ্কার হলিউডে অভিষেক ঘটে আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র মাধ্যমে। এরপর অস্কার অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ওঠেন তিনি। এই মুহূর্তে ব্য ‘বেওয়াচ’ ছবির সিনেমা নিয়ে।
‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় যৌন আবেদনময়ী অভিনেত্রী হয়েছেন ‘স্ক্যান্ডাল’ সিরিজের তারকা কেরি ওয়াশিংটন। এতে যৌন আবেদনময়ী গায়িকা-অভিনেত্রীর খেতাব পেয়েছন ডেমি লোভেটো।
অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন- টেলর সুইফ্ট, সেলেনা গোমেজ, অ্যালিসিয়া ভিকেন্ডার প্রমুখ।