পালমিরা সিরীয় বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে

ইসলামিক স্টেটের দখলে থাকা প্রাচীন ঐতিহ্যবাহী নগরী পালমিরায় ফের নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরীয় বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা ও সিরিয়ায় নিয়োজিত ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। ২০১৫ সালের মে মাসে আইএস প্রাচীন সংস্কৃতির লীলাভূমি পালমিরা দখল করার পর এর অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আইএসের সঙ্গে লড়াইয়ে এটিকে সিরীয় বাহিনীর বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শহরটি দখলের সময় ১০০ বিদ্রোহী নিহত হয়েছে। খবর বিবিসি, এএফপি ও দ্য গার্ডিয়ানের। গত বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি দখল করে নিয়েছিল আইএস। দখল করার পরপরই গোষ্ঠীটি শহরটির রোমান ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও কয়েকটি স্তম্ভ গুঁড়িয়ে দেয়। এতে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া হয়। সিরিয়ার সেনা সূত্রের দাবি, ‘শনিবার রাতভর প্রচণ্ড গোলাগুলির পর সেনাবাহিনী পালমিরার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *