নিহতদের স্মরণ করল ব্রাসেলস

ফুল আর চোখের জলে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করল বেলজিয়ামবাসী। গতকাল রোববার নিরাপত্তাহীনতার আতঙ্ক উপেক্ষা করেই ব্রাসেলস শহরের কেন্দ্রে সমবেত হন দেশটির লাখো মানুষ। ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান তারা। এদিকে আত্মঘাতী ওই হামলাস্থল তদন্ত শেষ করেছে পুলিশ। ওই হামলায় এর আগে নিহতের সংখ্যা ৩১ বলা হলেও গতকাল ২৮ জন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে ফ্রান্সে আবারও হামলার ষড়যন্ত্রের অভিযোগে বেলজিয়ামে গ্রেফতার একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ব্রাসেলসের কেঁৗসুলিরা। গতকাল রোববার এ অভিযোগ গঠন করা হয়। ওই ব্যক্তিকে আব্দেরাহমানে এ. বলে উল্লেখ করেন কেঁৗসুলিরা। শুক্রবার ব্রাসেলসের শায়েরবিক জেলার একটি ট্রাম স্টেশন থেকে তাকে পাকড়াও করা হয়।
Read More News

খবর বিবিসি, এএফপি ও সিএনএনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *