চৈত্রের খরতাপের স্বস্তি হয়ে নামলো বৃষ্টি। সোমবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। যা গত কয়েকদিনের দাপদাহের পর রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
যেকোনো সময় বৃষ্টি নামতে পারে সোমবার সকাল থেকেই আবহাওয়ায় এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিলো। এমন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় এক পশলা বৃষ্টি হয়। একই সময়ে নতুন বাজার এলাকায়ও বৃষ্টির খবর পাওয়া যায়।
তবে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে রোববার (২৭ মার্চ) রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় খবর পাওয়া গেছে। কোনো কোনো স্থানে সোমবার সকালেও ঝরেছে।
Read More News
আবহাওয়া দফতর বলছে চলতি মাসের বাকি দিনগুলোতে তো বটেই স্বস্তির এই আবহ বিরাজ করবে আগামী মাসের প্রথম সপ্তাহেও।
এদিকে, মঙ্গলবার ৮০ শতাংশ, বুধবার ৯০ শতাংশ, বৃহস্পতিবার ৬০ শতাংশ, শুক্রবার ৯০, শনিবার ৬০ ও রোববার ৯০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রসহ বৃষ্টির।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ
পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর ফলে বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।