মেক্সিকো কর্তৃপক্ষ বলছে সেদেশের মাদক সম্রাট জোয়াকুইন এল চাপো গুজমানের একজন শীর্ষস্থানীয় অর্থ পাচারকারীকে তারা আটক করতে সক্ষম হয়েছে।
জুয়ান আলভারেজ ইনজুনজা যার ডাকনাম ‘কিং মাইডাস’ তাকে দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্য থেকে আটক করা হয়।
বছরে অন্তত চারশ মিলিয়ন ডলার পাচারের জন্যে তাকে সন্দেহ করা হয়।
জেল ভেঙ্গে পালানোর পর জোয়াকুইন এল চাপো গুজমানকে জানুয়ারিতে আবার আটক করা হয়েছে।
শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
Read More News