খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন আপিল বিভাগের রায়ের কপি হাতে পেলে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচনা করেই পুনির্বিবেচনার আবেদন জানিয়ে রিভিউ করা হবে।
আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী। এর আগে তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে নিজ দপ্তরে ফিরলে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন।
Read More News
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন কি না জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন আমি নিজেও একজন আইনজীবী। আমার নিজেরও চিন্তাভাবনা আছে। আর আপিল বিভাগের রায়ের কপি হাতে পেলেই জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।