পাকিস্তানের লাহোরে একটি পার্কের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে পুলিশ ও সরকারি কর্মকর্তারা। গুলশান-ই-ইকবাল পার্কের গাড়ি পার্কিং এলাকায় রবিবার বিকালে বোমা বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেন, পুরো পার্কিং এলাকায় বিস্ফোরণের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। রোববার ইস্টার সানডে উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বিকালে অনেক মানুষ পরিবার নিয়ে পার্কে এসেছিলেন। পাঞ্জাবের প্রাদেশিক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক নিহতের সংখ্যা ৬৫ বলে উল্লেখ করেন। তবে স্থানীয় সূত্র এই সংখ্যা ৭২ বলে জানায়। পুলিশ সুপারিন্টেনডেন্ট মুস্তানসার ফিরোজ নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানান। গণমাধ্যমের ফুটেজে নারী ও শিশুদেরকে চিৎকার করতে এবং পুলিশ ও পথচারীদেরকে আহতদের হাসপাতালে নিতে দেখা গেছে।
Read More News