দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯,৭৭৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৪,৯২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১২,৪৩৯ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন করোনা থেকে সুস্থ হলো।
Read More News
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১২০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৪৭৮ জন ও নারী ছয় হাজার ৩০১ জন।
ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় ১৫ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মৃত অবস্থায় দুজনকে আনা হয়েছে।