দেশের বিভিন্ন আদালতে দায়িত্বরত ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া এসব বিচারককে এরইমধ্যে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।
Read More News
পদোন্নতি পাওয়া বিচারকদের আগামী ২৭ জুনের মধ্যে দায়িত্বভার বুঝিয়ে নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। আর প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের স্বাক্ষরিত দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই এই পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।