ইরাকের রাজধানী বাগদাদের একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এ হামালায় আহত হয়েছেন আরও ৬০ জন। খবর বিবিসির। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে সুন্নি ও শিয়া মুসলমানদের শহর ইস্কান্দারিয়ায় এই হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বাবেল প্রদেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল খাফাজি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অপেশাদার ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ বড় একটি অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে স্টেডিয়ামে আইএসের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।
Read More News