শনিবার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দুপুর ২টা, কড়া রোদের মাঝেই সেখানে নেমেছে পুরো শুটিং ইউনিট। সবাই ব্যস্ত হোটেলের গাড়ি ধরতে। তবে সবার আগ্রহ নায়ক-নায়িকাকে ঘিরে। এই ইউনিটের নায়ক সিয়াম আহমেদ আর নায়িকা পূজা চেরি। পরে জানা গেল, ‘শান’ সিনেমার শুটিং ইউনিট প্রবালদ্বীপটিতে।
Read More News
এখানে একটি গানের দৃশ্য ধারণ হবে। বাকি সব কিছুর শুটিং শেষ। মাত্র সেন্টমার্টিনে আসলাম, কাল থেকে শুট শুরু হবে।
ফিল্মম্যানের ব্যানারে সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও ছবিতে অভিনয় করছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ২০১৯ সালের মে-তে ঢাকার উত্তরায় সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তির কথা শোনা যাচ্ছে।