করোনাভাইরাসের কারণে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী এপ্রিল মাসে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরের কাছে পাঠিয়েছেন।
Read More News
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষ্যে এবং এখনও পরিস্থিতি সম্পূর্ণ অনুকুলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ অতিমারির কারণে যুক্তরাজ্য এবং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও এ পরীক্ষা গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ও এবং এ লেভেলের পরীক্ষাসমূহ গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Sildenafilgenerictab News Bangla News Paper