দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা অঙ্কুশ হাজরা। বন্ধু অনির্বাণকে বিয়ের শুভেচ্ছা জানানোর ফাঁকে এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিয়ের আগে এখন প্রি-হানিমুনে ব্যস্ত এই তারকা দম্পতি। প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলাকে নিয়ে এ মুহূর্তে হিমাচলপ্রদেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ।
বৃহস্পতিবার অঙ্কুশ একটি ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে চরম ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাঁদের। বরফের মধ্যে আদরে সোহাগে মাতোয়ারা দু’জনে। পাইন বনের মধ্যে রোম্যান্টিক গানে তালে কোমর দুলিয়েছেন। কখনও ঘনিষ্ঠ হয়েছেন অপন খেয়ালে। হারিয়ে গিয়েছেন দু’জনে দু’জনের মধ্যে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Read More News
রবিবার সকালে হিমাচলের উদ্দেশে রওনা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে গ্রুপ সেলফি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বন্ধুদের সঙ্গে নিয়েই অঙ্কুশ-ঐন্দ্রিলার এই বছর শেষের ট্যুর। হিমাচল প্রদেশে এখন প্রবল ঠান্ডা। চারিদিকে বরফে ঢেকে গিয়েছে। সেই ঠান্ডায় প্রেমের উষ্ণতায় মজেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা ৷ একাধিক ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি এখন বছপ্র শেষের আমেজে রীতিমতো ভাইরাল। তাঁদের ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখবেন অঙ্কুশ- ঐন্দ্রিলার লাভ ইন শিমলার ছবি।
সেখানে কখনও ঐন্দ্রিলাকে কোলে নিয়ে, আবার কখনও বরফের মধ্যে একসঙ্গে গড়াতে দেখা গিয়েছে দু’জনকে। শিমলা পৌঁছে বরফে ঢাকা থেকে শিমলা-কুফরি থেকে অঙ্কুশ তাঁর ভক্তদের জন্য লাইভ করেছিলেন। লাইভে ছিলেন ঐন্দ্রিলাও৷
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দশ বছর ধরেই প্রেমের বন্ধনে নিজেদের বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷ সামনেই বিয়ে ৷ নতুন গাড়ি কিনেছেন, নতুন ফ্ল্যাটও৷ সব মিলিয়ে চুটিয়ে সংসার করার জন্য একেবারে তৈরি এই জুটি। রুপোলি পর্দাতেও শীঘ্রই ম্যাজিক দেখাবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। রাজা চন্দের রোম্যান্টিক থ্রিলার ‘ম্যাজিক’-এ একসঙ্গে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে।