দেশের শীর্ষ সারির শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ হাশেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে মারা গেছেন এম এ হাসেম। সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের বয়স হয়েছিল ৭৮ বছর।
এর আগে পারিবারিক সূত্র জানায়, এম এ হাশেম করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার পর ১১ ডিসেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়।
Read More News
শওকত আজিজ রাসেল বলেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। কোভিড পরিস্থিতির কারণে আমরা জানাজার বিষয়ে বিশেষ কিছু বলছি না। উনাকে বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হবে।
ব্যবসায়ী হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনেক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে হাশেমও গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন।