বলিউডের কোরিওগ্রাফার তথা পরিচালক “রেমো ডিসুজা” কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখনকার অবস্থা স্থিতিশীল, এমনকি হাসপাতালে মধ্যেই নাকি নাচ ও শুরু করে দিয়েছেন তিনি।
এছাড়াও হাসপাতালে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছেন এমন একটি ছবি ও তার অনুরাগী ও বন্ধুরা শেয়ার করেছেন। অনেকেই তার আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের পোস্ট করেন।
Read More News
শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রেমো ডিসুজা। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে তিনি ভর্তি ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্টে একটি ব্লকেজ আছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন বলে জানা যাচ্ছে। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
রেমোর হার্টে ব্লকেজ রয়েছে বলে জানিয়েছিলেন তাঁর স্ত্রীও। বলিউডের কোরিওগ্রাফার হিসেবে অত্যন্ত জনপ্রিয় রেমো ডিসুজা। কেরিয়ারের শুরু করেছিলেন ব্যকগ্রাউন্ড ডান্সার হিসেবে। এরপরে কোরিওগ্রাফার হিসেবেই নিজের জায়গা করে নেন। এছাড়াও নৃত্য কেন্দ্রিক বেশ কিছু ছবির পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে আছে এবিসিডি, স্ট্রিট ডান্সার ইত্যাদি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলিউডের বহু তারকা পোস্ট করেছেন।
Sildenafilgenerictab News Bangla News Paper