ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। কারফিউ অনুযায়ী রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। এখন থেকে দিনের বেলা বাইরে যেতে ফ্রান্সের অধিবাসীদের অফিশিয়াল অনুমতিপত্র প্রিন্ট করতে হবে না। তবে দৈনিক সংক্রমণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় রাত্রীকালীন কারফিউয়ের পাশাপাশি স্পট চেকিং অব্যাহত থাকবে।
বড়দিন উৎসবে এই কারফিউ কার্যকর থাকবে না, তবে নববর্ষের উৎসবে কার্যকর থাকবে। এ ছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকার নির্দেশ জারি থাকবে।
Read More News
এদিকে ফ্রান্সের প্রতিবেশী দেশ জার্মানিতে করোনায় আক্রান্ত ও মৃত্যু নতুন রেকর্ড করায় বড়দিনের উৎসবেও সেখানে লকডাউনে কার্যকর থাকবে।
নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। জার্মানিতে বার, রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্র গত নভেম্বর থেকে বন্ধ রয়েছে। কর্মীদের বাসা থেকে কাজ করানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
Sildenafilgenerictab News Bangla News Paper