সোশ্যাল মিডিয়ায় অলানা পান্ডে। কে এই অলানা কে? ইনি চাঙ্কি পান্ডের বোনের মেয়ে। এই সময়ে লন্ডনে আছেন তিনি। ওখানেই পড়াশোনা করছেন। বলা হচ্ছে বলিউডে পা রাখলেই তিনি মন জয় করে নেবেন সকলের।
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে নিজের অভিনয় কেরিয়ারের শুরু করে ফেলেছেন। প্রথম ছবি থেকেই চর্চায় আছেন অনন্যা। নেপোটিজম নিয়ে চর্চা শুরু হতেই সব থেকে বেশি সমালোচনা করা হয় অনন্যা পান্ডের। তবে সে সব এখন অতীত। চুটিয়ে বলিউডে অভিনয় ও মডেলিং করছেন অনন্যা।
Read More News
এবার তাঁর বোন অলানার ছবি দেখে নেটিজেনরা প্রশংসা শুরু করেছেন। ছোট পোশাকে ছবি শেয়ার করছেন তিনি।
ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ অলানা। সেখানেই নানা ছবি পোস্ট করেন তিনি। কখনও বিকিনিতে সমুদ্র সৈকতে, কখনও আবার হট প্যান্টে ছবি শেয়ার করেছেন তিনি।
সকলেই অলানার ছবি দেখে জানতে চাইছেন বলিউডে কবে পা রাখছেন তিনি? যদিও আপাতত বলিউডে অভিনয় নিয়ে কিছুই জানাননি অলানা।