বলিউডের ইয়ং ক্যাসানোভা বলেই ভালই নাম ছিল রণবীর কপূরের। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সেভাবে রণবীরকে নিয়ে তেমন বিতর্ক সামনে আসেনি। ক্যাট এর সম্পর্কের ইতি হতেই শুরু হয়েছে নানা গুঞ্জন।
কিছুদিন আগেই রণবীরের সঙ্গে সামনে আসে তার প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের ছবি। কানাডায় হলিউড ছবির শ্যুটিং সেরেই মুম্বই ফিরেছিলেন দীপিকা। কিন্তু, এরপরই তিনি সরাসরি রণবীরের বাড়িতে পৌঁছে যান। বাড়ির ছাদে দু’জনে বেশকিছুক্ষণ ঘোরাঘুরি করে কথাও বলেন। এই নিয়ে কম হইচই হয়নি। সেই বলিউড গসিপের রেশ কাটতে না কাটতেই ফের খবরে রণবীর কপূর। এবার রণবীরের বাহুডোরে দেখা মিলল এক তরুণীর। ছবিতে দেখা যাচ্ছে ওই তরুণী রীতিমতো ছুড়ে দিচ্ছেন চুমু। আপতত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই ছবি।
Read More News
রণবীরের পক্ষ থেকে এই নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ছবিটি নকল না আসল তার সত্যতাও যাচাই হয়নি।
Sildenafilgenerictab News Bangla News Paper