মেট্রোরেলের কাজের অগ্রগতির জন্য বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের একটি স্টেশনের কাজ করার জন্য বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিজয় সরণি সিগনাল থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Read More News
তবে জনগণের যাতায়াতের কথা চিন্তা করে মেট্রোরেল কর্তৃপক্ষ চন্দ্রিমা উদ্যানসংলগ্ন বিকল্প একটি রাস্তা তৈরি করেছে। যে রাস্তা দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। সড়কটি মূল সড়কের পশ্চিম দিকে অবস্থিত।
Sildenafilgenerictab News Bangla News Paper