চণ্ডীগড়ে শ্যুটিং শেষে করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। আসন্ন সিনেমার শ্যুটিং শেষেই তাঁর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। তাঁর শ্যুটিংয়ের সময় ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এমনকি শ্যুটিং সেট থেকে রাজকুমার রাওয়ের সঙ্গে কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন, তিনি আসন্ন সিনেমা শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড়ে রয়েছেন। কাজ শেষ করে শীঘ্রই মুম্বইয়ের বাড়িতে ফিরবেন।
Read More News
করোনাভাইরাস পজিটিভ আসার পর কৃতী যদিও সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। তবে মুম্বইয়ের পাপারাত্জিদের মতে, এক সেকেন্ডের জন্যও মুখ থেকে মাস্ক খোলেননি।
অন্যদিকে, সম্প্রতি কোভিড ধরা পড়েছে নীতু কাপুর ও বরুণ ধাওয়ানেরও। রাজ মেহতার যুগ যুগ জিও সিনেমার শ্যুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। অনিল কাপুর ও কিয়ারা আদবানী জানিয়েছেন, তাঁদের টেস্টে করোনা নেগেটিভ এসেছে। আপাতত অভিনেতা ও অভিনেত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজক।
https://www.facebook.com/OfficialKS10/photos/1103724423319311