ব্রাসেলসে হামলা : ইউরো চ্যাম্পিয়নশীপ নিয়ে সতর্কতা

ফ্রান্সের অভ্যন্তরীন মন্ত্রী বার্নার্ড কাজেনুভা বলেছেন, ব্রাসেলসে সন্ত্রাসী হামলা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে আমাদের এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতের বিষয়টি নিয়ে কাজ শুরু করতে হবে। বেলজিয়ামের রাজধানীতে গতকাল একইসাথে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আর সে কারণেই আগামী ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এর আগে অবশ্য গত নভেম্বরে প্যারিসে সিরিজ বোমা হামলায় প্রায় ১৩০ জনের প্রাণহানি হয়। তখন থেকেই ইউরোপ জুড়ে নিরাপত্তা প্রশ্নে বিশ্ব জুড়ে আলোচনার ঝড় ওঠে। কাজেনুভা জানিয়েছেন, ইতোমধ্যে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভিডিও পর্যবেক্ষণের জন্য দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে। আশা করা হচ্ছে, ইউরো ২০১৬ সবগুলো দেশের জন্য একটি শান্তির বার্তা, উৎসব মুখর পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *