আগামী ২৪শে অক্টোবর অভিনেত্রী পরীমণির জন্মদিন। এ দিনটি নিয়ে কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে পরীমণি আরও বলেন, প্রতিবছরই আমার জন্মদিনে একটি ড্রেস কোড বা থিম রাখি। এবারও সেই ধরনের একটা ভাবনা রয়েছে। এবারের জন্মদিনে প্রকৃতিকে ভালোবেসে সবুজ রঙকে প্রধান্য দিয়ে আমার জন্মদিনের ড্রেস কোড থিম সাজিয়েছি।
Read More News
জানা গেছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই আলোচিত অভিনেত্রীর জন্মদিনের আয়োজন রাখা হয়েছে। প্রতিবারই ভক্ত ও শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন পালন করেন নায়িকা পরীমণি। গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড হিসেবে অনুরোধ করেছিলেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রঙয়ের পোশাকের ওপর।
এছাড়া গত কয়েক বছর ধরে তার জন্মদিনের সকালটা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসর্গ করেন এই লাস্যময়ী। তাদের নিয়ে কেক কাটেন, বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন অর্থাৎ তাদের সঙ্গে আনন্দ ভাগ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
https://www.facebook.com/pori.monii/photos/a.1069304719788576/3626566794062343