নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে কারাগারে থাকা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।
Read More News
ডা. সাবরিনার আইনজীবী বলেন, আজ আদালতে সাবরিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষ্য গ্রহণের পরে আমরা আদালতে ডা. সাবরিনার ডিভিশনের ব্যাপারে আবেদন করেছি। আবেদনে বলেছি, যেহেতু সাবরিনা সরকারি গেজেটেড অফিসার তাই কারাবিধি অনুসারে তাঁর ডিভিশন প্রাপ্য। এরপর আদালত কারাবিধি অনুসারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে আজ ডা. সাবরিনা-আরিফসহ সব আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গত ২৩ জুন সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এরপর গত ১২ জুলাই ডা. সাবরিনাকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
Sildenafilgenerictab News Bangla News Paper