ভাইরাল হলো নেহা কক্করের ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সুরের জাদুতে যেমন শ্রোতাদের মন কেড়ে নেন তিনি, তেমনি তাঁর হাসি। তিনি শুধু প্লেব্যাক সিঙ্গার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন তা নয়, বর্তমানে তাঁকে একাধিক রিয়ালিটি শোর বিচারকের ভূমিকায়ও দেখা যাচ্ছে।

এবার ভাইরাল হলো নেহা কক্করের একাধিক ছবি। ছবিগুলোতে বয়ে গেছে লাইকের বন্যা। কেননা নেহাকে যে একেবারে ভিন্ন এক লুকে দেখলেন তাঁর ভক্ত-শ্রোতারা।
Read More News

নেহা হালের একটা জিন্স পরেছেন। সঙ্গে শার্ট থাকলেও সেটা গায়ে দেননি। বেঁধে রেখেছেন কোমরে। অন্তর্বাস পরেই ছবির একাধিক পোজে তাকে দেখা যায়। এই বোল্ড লুকে নেহাকে কবে কখন দেখেছে তা নিয়ে চলছে নেটিজেনদের মধ্যে আলোচনা। তবে নেটজনতার একটা অংশ নেহার এই লুককে লুফে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বাথরুমের ভেতরের ছবি দিয়ে ভাইরাল হয়েছিলেন এই বলিউড গায়িকা।

https://www.facebook.com/NehaKakkarOfficial/posts/3626921480664446

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *