তেলাপোকা আকৃতির একটি রোবট তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এটি ভূমিকম্পের পর আটকাপড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়েছে, তেলাপোকার মতোই গুঁটি গুঁটি পায়ে এটি যেকোনো জায়গা বা উঁচুতে উঠে পড়তে পারবে। গবেষকরা বলছেন, পোকামাকড়ের মতোই এটি যেকোন ধ্বংসস্তুপ বা ময়লার ভেতর দিয়ে যাতায়াত করতে পারবে। এটি সঙ্গে থাকা ক্যামেরায় ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে গিয়ে গিয়ে ছবিও পাঠাতে পারবে।এতে ভূমিকম্পের পর কোন এলাকায় মাটি বা ভবনের নিচে আটকেপড়াদের কি অবস্থা, তা সহজেই জানা যাবে বলে জানিয়েছেন তারা।
Read More News