বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে তরুণদের সহযোগিতা ও উৎসাহিত করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বেজা গভর্নিং বডির সপ্তম সভায় সরকারপ্রধান বলেন, এটির (বেজা) এমনভাবে কাজ করতে হবে যাতে একদিকে বিদেশি বিনিয়োগ আসে এবং অন্যদিকে স্থানীয়রাও বিনিয়োগ করতে পারে বা আমরা যেন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহ দিতে পারি। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে আকৃষ্ট করতে হবে এবং উৎসাহ দিতে হবে।
গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে ভিডিও কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Read More News
প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের কেবল চাকরির পেছনে ছুটা উচিত নয় কারণ তারা নিজেরাও কিছু করতে পারে। এগুলো লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। সরকার বিনিয়োগ আকৃষ্ট করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং আবাদযোগ্য জমি ও বন রক্ষায় সারা দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। সন্দেহ নেই যে, আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। কিন্তু একইসঙ্গে আমাদের শিল্পায়নও প্রয়োজন। কারণ, কোনো দেশ শিল্পায়ন ছাড়া অগ্রগতি করতে পারে না।
তিনি আরো বলেন, শিল্পায়নের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের এটিও মনে রাখতে হবে যে, বাংলাদেশের মতো একটি ছোট দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আবাদযোগ্য জমিগুলো সুরক্ষিত রাখতে হবে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখাও অপরিহার্য। সব দিকে নজর রেখেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ এরইমধ্যে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তা গঠনে অনেক অগ্রগতি অর্জন করেছে।