সত্যি সত্যিই অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গেল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাবার পর থেকেই একেবারে পর্দার আড়ালে চলে যান ভারতীয় কিংবদন্তি ধোনি। অনেকেই এরমধ্যে তার অবসর নিয়ে নানা কথা বলেছেন। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি তিনি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে দেন এই কিংবদন্তি।
Read More News
অবসরের ঘোষণা দিয়ে পুরো ক্যারিয়ারজুড়ে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ধোনি। একইসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেটি মূলত তার ক্যারিয়ারের সারসংক্ষেপ।
ভারতের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ভারতীয়দের হয়ে বিশ্বকাপসহ তিনটি মেগা টুর্নামেন্টজয়ী একমাত্র অধিনায়ক। কেবল তাই নয়, অসংখ্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বীকৃতিস্বরূপ খ্যাতি পেয়েছেন মিস্টার ফিনিশার হিসেবে।
২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ধোনির। গেল বিশ্বকাপে সবশেষ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের হয়ে ৩৫০টি ওয়ানডে খেলেছেন ধোনি। ৫০ এরও বেশি গড়ে সংগ্রহ করেছেন ১০,৭৭৩ রান। ৯০ টেস্টে তার সংগ্রহ ৪৮৭৬ রান।