বেশ কিছুদিন ধরেই এমন জল্পনা শোনা যাচ্ছিল। বুধবার সেই জল্পনাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান।
সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির ভক্তদের জন্য সুসংবাদ। দুদিন বি-টাউনে গুঞ্জনের পর অবশেষে এ দম্পতি নিশ্চিত করেছেন, তাঁদের ঘর আলো করে নতুন সন্তান আসছে। দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন কারিনা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবরে বলা হয়েছে, দুদিন ধরে গুঞ্জন চলছে, কারিনা কাপুর অন্তঃসত্ত্বা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। অবশেষে এ দম্পতি খবর নিশ্চিত করেছেন।
Read More News
সাইফ ও কারিনা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারে নতুন অতিথি আসছে। ভালোবাসা ও সমর্থনের জন্য আমাদের সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’
কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। বেবোর দ্বিতীয় সন্তানের মুখ দর্শনের জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
https://www.instagram.com/p/B6fldbLlUEQ/?utm_source=ig_embed