পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। আজ বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রী বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
Read More News
শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
শাহাব ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন সিলেট জেলার মৌলভীবাজারের বড়লেখার পাখিয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আব্দুর রহিম ও মাতা আনোয়ারা বেগম। তিনি মুরারিচাঁদ কলেজ থেকে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।