কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করার পর তাঁকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ হেফাজতে নবী হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় (ওসি) শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ হেফাজতে নির্যাতনে নবী হোসেনের মৃত্যু হয়েছে।
Read More News
পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার খরুলিয়া বাজারে ইয়াবা বিক্রির সময় নবী হোসেন নামের এক ব্যক্তিকে গণধোলাই দিচ্ছিল জনতা। খবর পেয়ে নবী হোসেনকে উদ্ধার করে পুলিশ। ওই দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে আজ মঙ্গলবার নবী হোসেনের অবস্থার অবনতি হলে পুনরায় তাঁকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।