আজ রোববার ইন্টারনেটে ধীরগতির সমস্যার ভুগছেন গ্রাহকরা। কারণ হিসেবে জানা যায়, পটুয়াখালীতে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইনে জটিলতা।
বালু তুলতে গিয়ে পটুয়াখালীতে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে করে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার সমস্যার খবর পাওয়া গেছে।
Read More News
বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। আজ দুপুরে এ সমস্যা হওয়ার পর মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।
সারা দেশে যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে আসে। এ কারণে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে বলে জানান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।