নেত্রকোনার মদন উপজেলার হাওরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
ট্রলারটিতে ময়মনসিংহের একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা এবং মদন উপজেলার তেলিগাতি ইউনিয়নের যাত্রী ছিলেন। মোট ৪৮ জন ওই ট্রলারে করে হাওরে ভ্রমণে বেরিয়েছিলেন। দুপুরে গোবিন্দ্রশ্রী গ্রামের কাছে হাওরে সেটি ডুবে যায়।’
ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
Read More News
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যে সময় ট্রলারটি ডুবেছে, তখন আবহাওয়া খারাপ ছিল না। ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণে ট্রলারটি ডুবে থাকতে পারে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।