করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা মহারাষ্ট্রে৷ তার মধ্যেই মুম্বইয়ের মানুষেরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ যেমন চেষ্টার রয়েছেন সারা আলি খান৷

ঠিক সেইরকম রূপেই দেখা গেল সারা আলি খানকে৷ মুখে মাস্ক পরে সাইকেল চেপে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়ালেন সারা৷ মুখে মাস্ক থাকায় সারাকে রাস্তায় কেউ চিনতেও পারল না ৷ সারা আলি খান প্রথম থেকেই অনেক বেশি ডাউন টু আর্থ৷ রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন৷
Read More News
বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, ২০১৮ সালে, সারা রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
Sildenafilgenerictab News Bangla News Paper