ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালের ‘প্যারিস প্যারিস’ সিনেমা সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। কারণ, করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ কবে খুলবে, সে বিষয়ে কেউ নিশ্চয়তা দিতে পারছে না।
২০১৭ সালে এ ছবির শুট শুরু হয়েছিল। দীর্ঘদিনের শুট শেষও হয়। পরে পাঠানো হয় সেন্সর বোর্ডে। কিন্তু সেন্সর বোর্ডের সনদ পেতে ২৫ দৃশ্য কর্তনের আদেশ দেওয়া হয়। এসব নিয়েই পেরিয়েছে অনেক সময়।
Read More News
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মনে হচ্ছে এবার আলোর মুখ দেখতে চলেছে ‘প্যারিস প্যারিস’। নিমার্তারা সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি দিতে চাইছেন। একটি সূত্র জানিয়েছে, ‘ছবির তামিল ও তেলেগু ভার্সন সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মের হর্তাকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
হিন্দি ছবি ‘কুইন’-এর অফিশিয়াল তামিল রিমেক ‘প্যারিস প্যারিস’। আসল ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা রনৌত। ‘কুইন’ আরো তিন ভাষায় নির্মাণ হয়েছে কন্নড় (বাটারফ্লাই), মালয়ালাম (জম জম) ও তেলেগু (দ্যাট ইজ মহালক্ষ্মী)। রমেশ অরবিন্দ তামিল ও কন্নড় ভার্সন পরিচালনা করেছেন।
‘প্যারিস প্যারিস’ ছবিতে কাজল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইলি আব্রাম, বিনয়া প্রসাদ ও ভার্গবী নারায়ণ।