আসলে এটাই সেরা সময় বিয়ে করার

গোটা দেশ এখন করোনা জ্বরে কাবু। বেশিরভাগ রাজ্যেই লকডাউন শিথিল হয়েছে ঠিকই, কিন্তু এখনও কড়াকড়ি রয়েছে কন্টেইনমেন্ট এলাকাগুলোতে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে ,সে কারণে বড় জমায়েত বা কোনও উৎসব-অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা রয়েছে। তা হলে এমন কঠিন সময়ের মধ্যে হঠাৎ কেন বিয়ে করতে চাইলেন অভিনেতা কার্তিক আরিয়ান? তাঁর পাত্রীটিই বা কে?
Read More News

আসলে কার্তিক নিজেই বিয়ে নিয়ে তাঁর পরিকল্পনার কথা শেয়ার করেছেন ট্যুইটারে। অভিনেতাকে তাঁর ফেভারিট স্টাইলিশ স্টারের নাম জিজ্ঞাসা করা হয়। কার্তিক জানান, তাঁর প্রিয় স্টাইলিশ স্টার হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এরপর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি ? এর উত্তরে ঠাট্টা করে নায়ক বলেন, ‘‘আসলে এটাই সেরা সময় বিয়ে করার। খরচ কম হবে।’’ কার্তিকের এমন মজার উত্তর শুনে হেসে গড়িয়ে পড়েন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *