অর্থ আত্মসাতের দুই মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Read More News
রাজধানীর কারওয়ান বাজার এলাকার মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ ৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আগামী ১৩ই আগস্টের মধ্যে কার্যকর করতে আদালত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে আদেশ দিয়েছেন।