মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল আরও এক বলিউড অভিনেতাকে৷ ইরফান খান, ঋষি কাপুরের পর ক্যানসারের মরণ কামড়ে ঝরে পড়ল বলিউডের আরও এক সদস্যের জীবন ৷ অকালেই চলে গেলেন অভিনেত্রী দিব্যা চৌকসি৷
সময় যে আর বেশি বাকি নেই, তা বুঝেই বোধহয় অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছিলেন মর্মস্পর্শী বার্তা৷ ইনস্টাগ্রামে নিজের ‘মৃত্যুশয্যা’র কথা জানানোর কয়েক মুহূর্তের মধ্যেই অভিনেত্রীর অকাল প্রয়াণ৷
Read More News
২০১৬ সালে ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন দিব্যা চৌকসি ৷ প্রসঙ্গত ২০১১ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দিব্যা । লন্ডন থেকে অভিনয় শিখে আসার পর মডেলিং করেছেন, বেশকিছু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন। গানও গেয়েছেন বলে সোশ্যাল পোস্টে উল্লেখ৷
মৃত্যুর কয়েকঘণ্টা আগেই দিব্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘আমি যা বলতে চাইছি, তার জন্য হয়ত শব্দও কম পড়ে যাবে। গত কয়েকমাস ধরে হয়ত অনেকেই আমার কোনও খোঁজ পাচ্ছেন না। এখন সময় এসেছে তোমাদের সকলকে জানাবার, যে আসলে কী হয়েছে আমি মৃত্যু শয্যায়। এরকম বাজে ঘটনাও হয়৷ যদিও আমি যথেষ্ঠ শক্ত। এরপর একটা এমন জীবন নিয়ে ফিরব যেখানে যন্ত্রণা থাকবে না। দয়া করে আর কোনও প্রশ্ন করবেন না। ঈশ্বর জানেন, তোমরা সকলে কতখানি গুরুত্বপূর্ণ ছিলে”। এর আগে সোশ্যাল মিডিয়ায় দিব্যার শেষ পোস্ট ছিল গত ১৪ মে৷
দিব্যার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর তুতো বোন সৌম্য ৷ তিনি লিখেছেন, ”দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার তুতো বোন দিব্যার ক্যানসারের সঙ্গে লড়াই থেমে গেল। আজ ও আমাদের সকলকে ছেড়ে চলে গেল ৷ ঈশ্বর আত্মাকে শান্তি দিক৷’
https://www.facebook.com/soimya.verma/posts/3027587690703671