বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য। রোববার (১২ জুলাই) সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া ও তার মেয়ের।
এর আগে অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারের এ খবরে উদ্বিগ্ন ভক্তরা।
Read More News
নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ার পর শনিবার রাতে ৭৭ বছর বয়সী অমিতাভকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর অভিষেকও টুইট করে নিজের আক্রান্ত হওয়ার এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান।
অন্যদিকে অমিতাভের জীবনসঙ্গী জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। অভিষেক বচ্চনও আগের চেয়ে ভালো আছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বচ্চন পরিবারের বিলাসবহুল বাড়ি ‘জলসা’ জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে।