মহামারি করোনাভাইরাস পাল্টে দিয়েছে সব কিছুই। আর তারই ধারাবাহিকতায় বলিউড সুপারস্টার সালমান খান ও দিশা পাটানি অভিনীত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিং বহিরাঙ্গনের পরিবর্তে একটি স্টুডিওতে হতে যাচ্ছে। আজারবাইজানে চিত্রায়নের কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণে বিধিনিষেধ আরোপ হওয়ায় এটি একটি সবুজ পর্দার বিপরীতে চিত্রগ্রহণ করা হবে।
Read More News
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মুম্বাই ও গোয়ায় এরই মধ্যে শুটিংয়ের একটি অংশ শেষ হয়েছে। তবে শেষ অংশের কিছু কাজ ও সালমান-দিশা অভিনীত একটি গান বাকি রয়েছে। কোভিড-১৯ সংকটের কারণে আজারবাইজানে ছবির শুটের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
এখনো ছবিটির ১০-১২ দিনের শুটিং বাকি রয়েছে। নির্মাতারা এরই মধ্যে মুম্বাইয়ে একটি স্টুডিও নেওয়ার পরিকল্পনা করছেন। যেসব অ্যাকশন দৃশ্য ও গান বিদেশে চিত্রায়নের কথা ছিল, তা ওই স্টুডিওর ভেতরে শুট করা হবে।
নভেম্বর নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে। সেক্ষেত্রে এটি দীপাবলিতে সালমান খান অভিনীত বহুল প্রত্যাশিত ছবি হতে পারে। যদিও এ বছরের মার্চের মধ্যে ছবিটির শুটিং শেষ করার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু শুটিংয়ে নিষেধাজ্ঞা থাকায় তা আর সম্ভব হয়নি।
‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান অভিনীত ‘ওয়ান্টেড’ ও ‘দাবাং থ্রি’ও তিনি পরিচালনা করেন। সর্বশেষ ‘ভারত’ ছবিতে সালমান ও দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবারই প্রথম অবশ্য সালমানের নায়িকা হচ্ছেন দিশা পাটানি।