নোরা ফতেহি একজন কানাডিয়ান অভিনেত্রী। সেখানেই তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। তবে নোরা মনে প্রাণে নিজেকে একজন ভারতীয় মনে করেন। আর সেই জন্যই ভারতীয় ছবিতেই তিনি কাজ শুরু করেন। নোরাকে প্রথম অভিনয় করতে দেখা যায় ‘রোয়ার, টাইগার অফ সুন্দরবনস’ এ। এছাড়াও অনেক ছবিতেই তাঁকে আইটেম ডান্স করতে দেখা যায়। নোরা দারুণ নাচেন। তাঁর নাচের ফ্যান গোটা বলিউড।
নোরা সাউথের ছবিতেও বেশ জনপ্রিয়। ‘বাহুবলী’তেও তাঁকে আইটেম সং করতে দেখা গিয়েছে। স্ট্রিট ডান্সার ৩-তেও রয়েছেন তিনি। এই ছবিতে নোরার নাচ দেখার মতো।
Read More News
স্ট্রিট ডান্সার থ্রি-তে অভিনয় করেছেন তিনি। একজন ডান্সারের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। মজার বিষয় হল, সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শ্রদ্ধা কাপুরকে ‘দিলবর দিলবর’ গানে নাচ শেখাচ্ছেন তিনি। কোমর কিভাবে ভাঙতে হয় শেখাচ্ছেন শ্রদ্ধাকে। স্ট্রিট ডান্সার ৩-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। এই ভিডিও শেয়ার হতেই দুই অভিনেত্রীর প্রশংসা করেছেন সকলে।
https://www.instagram.com/p/CCbEPh8n3Zb/?utm_source=ig_embed