দীর্ঘদিন ধরেই প্রিয় অভিনেতা প্রভাসের পরের ছবি নিয়ে উৎসুখ ছিলেন ফ্যানেরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল শেষমেশ। প্রভাস বুধবার শেয়ার করলেন তাঁর পরের ছবির প্রথম ঝলক। ছবির নাম ‘প্রভাস ২০’। ছবির মুক্তি আগামী ১০ জুলাই, সকাল ১০টায়। ইনস্টাগ্রামে ছবির প্রথম ঝলক শেয়ার করে প্রভাস নিজেই জানিয়েছেন ছবির মুক্তির কথা।
এই ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার, জিল করে জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রভাসের নতুন ছবি প্রভাস ২০ মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে, ভাগ্যশ্রী, সচিন খেদেকার, মুরলি শর্মা, প্রিয়দর্শিনী, শাশা ছেত্রী, কুনাল রায় কাপুর ও সত্যানকে। ভূষণ কুমারের টি সিরিজ কোম্পানির তরফে এই ছবির প্রযোজনার দায়িত্ব নেওয়া হয়েছে। সহযোগী প্রযোজক ভামসি ও ইউ ভি ক্রিয়েশনের প্রমোদ। ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন মনোজ পরমহংস। এডিট করেছেন কোতাগিরি ভেঙ্কটেশ্বরা রাও।
Read More News
গত ৬ জুলাই প্রভাসের জীবনের টার্নিং পয়েন্ট ছবি ‘বাহুবলী’র সাত বছর পূর্ণ হল। এই দিন বাহুবলীর প্রথম পার্টের শ্যুটিং শুরু করেছিলেন নায়ক। ছবির পরিচালক এস এস রাজামৌলি এবং প্রভাস দুজনেই এদিন সেকথা ট্যুইট করে শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে। তারই সঙ্গে ছবি শেয়ার করেছেন পুরনো শ্যুটিংয়ের। শুধু দেশে না, বিদেশেও একইরকম জনপ্রিয় প্রভাস। তার কারণ অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা। ভক্তমহলের প্রসার সব অভিনেতাই চান। প্রভাসও সেই তালিকাতেই রয়েছেন। বাহুবলী, সাহো ছবিগুলিতে কাজের জন্য ইতোমধ্যেই বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে প্রভাসের। আর সেটি দেশের বাইরে একেবারে অসম্ভব জনপ্রিয় হয়েছে।
২০১৬ সালে বাহুবলী মুক্তি পায়। এর পর বাহুবলী ২। ভারতের বাইরে জাপান, চিন, ইন্দোনেশিয়া, লন্ডন ও রাশিয়াতে এই ছবি মুক্তি পেয়েছিল। টেলিভিশনেও দেখানো হয়েছে বাহুবলী। তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকমহলে। বিদেশের দর্শকও সমান ভাবে ভালোবেসেছেন তাঁকে। পরে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সাহো করেছেন প্রভাস। সেটিও দেশের বাইরে জাপানে মুক্তি পেয়েছিল। সেখানেও ফ্যানেরা দারুণ প্রশংসা করেছেন অভিনেতার। যদিও প্রভাস সব সময়ই লাইমলাইটের বাইরে থাকতেই পছন্দ করেন। তাঁর কাজই তাঁর হয়ে কথা বলে।
পরিচালকদেরও দারুণ পছন্দের প্রভাস। কারণ তাঁর প্রতিটি কাজ একটা আলাদা ছাপ ফেলে দেয় দর্শকের মনে। বক্স অফিসেও সাড়া জাগানো রোজগার প্রতিটা ফিল্মের।
July 6, 2013. The moment when it all began!
We started the shoot of #Baahubali on this day 7 years ago… ✊? pic.twitter.com/JQmbRuplki
— Baahubali (@BaahubaliMovie) July 6, 2020