বলিউডে এখন বহুল চর্চিত শব্দ নেপোটিজম বা স্বজনপোষণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এটি আরও জোরালো হয়ে উঠেছে। মহেশ ভাট থেকে করণ জোহর, যশ রাজ থেকে সালমান খানের ক্যাম্প। বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শিউড়ে উটেছে গোটা দেশ। অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাঁদের প্রভাবশালী তকমার জোর। গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বয়কট বলিউড, ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং।
Read More News
এর আগে কখনও শিরোনামে না এলেও এবারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট। ট্যুইটরে তিনি লিখেছেন, বহুল চর্চিত স্বজনপ্রীতি নিয়ে মন্তব্য করতে বলা হচ্ছে। ইন্ডাস্ট্রির অন্য সবার চেয়ে অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী, মিউজিশিয়ান ও টেকশিয়ানকে সুযোগ দিয়েছে এমন একটি পরিবারে বেড়ে ওঠায় বিষয়টিতে আমি শুধু হাসতে পারি। সত্যি মেনে নেওয়ার কেউ নেই, কিন্তু মিথ্যা অনেকেই মেনে নেয়।
পর পর বেশ কয়েকটি ট্যুইট করেছেন পূজা। পরের ট্যুইটে তিনি লিখেছেন, ‘একটা সময় ছিল যখন অভিযোগ ছিল ভাটরা শুধু নতুনদের সঙ্গে কাজ করে অথবা সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের সমস্যা তৈরি এবং তাদের হেয় করে। তারকাদের পিছনে ছোটে না। এখন সেই সকল ব্যক্তিরাই স্বজনপ্রীতির কথা বলে?’
There was a time when the Bhatt’s were accused of having something against established actors & made to feel inferior for only working with/launching newcomers & not chasing stars. And now the same people play the nepotism card? Google & tweet guys & won’t even say think & speak.
— Pooja Bhatt (@PoojaB1972) July 8, 2020
অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বরাবরই সুর চড়ান কঙ্গনা। পূজা ভাট তাঁর প্রসঙ্গে বলেছেন, তাঁকে অনুরাগ বসু সুযোগ দিলেও সিনেমাটিতে লগ্নি করেছিল তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিশেষ ফিল্মস’। ট্যুইটে তিনি লেখেন, ‘কঙ্গনা রানাওয়াতের কথা যদি বলি, তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে গ্যাংস্টার সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না। হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁজে বের করেছেন, কিন্তু তাঁর সিনেমায় লগ্নি করেছে বিশেষ ফিল্মস। ছোট করার কোনও বিষয় নয়। তাঁর প্রতি শুভকামনা।’
As for Kangana Ranaut-She is a great talent,if not she wouldn’t have been launched by Vishesh films in “Gangster”.Yes Anurag Basu discovered her,but Vishesh Films backed his vision & invested in the film. No small feat. Here’s wishing her the very best in all her endeavours.
— Pooja Bhatt (@PoojaB1972) July 8, 2020
‘সড়ক টু’ ছবি নিয়ে তিনি বলেছেন, ‘এমনকী সড়ক টু ছবিতেও একজন নতুন প্রতিভাকে সুযোগ দিচ্ছে। সুনীল জিৎ, তিনি চন্ডীগড়ের একজন শিক্ষক। সাক্ষাতের জন্য কোনও সময় না নিয়ে, শুধু স্বপ্ন, একটি হারমোনিয়াম ও ইশক কামাল শিরোনামে একটি চমৎকার গান নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমার বাবা প্রথম শুনেই সেটি সিনেমায় যুক্ত করেন।’
তিনি এ নিয়ে আরও লিখেছেন। তাঁর কথায়, ‘স্বজনপ্রীতি শব্দ দিয়ে অন্য কাউকে অপমান করার চেষ্টা করুন বন্ধুরা। দীর্ঘদিন ধরে যারা আমাদের মাধ্যমে সিনেমা জগতে এসেছেন তাঁরা জানেন আমাদের মূল উদ্দেশ্য কী। আর তাঁরা যদি এটি ভুলে যায় তাহলে সেটা তাঁদের ব্যর্থতা, আমাদের নয়। সবাই ভালো থাকুন।’
তবে সড়ক ২-এর মুক্তির দিন এখনও ঘোষণা করেননি নির্মাতারা। বাবা মহেশ ভাটের ৭০তম জন্মদিনেই ৯-এর দশকের সুপারহিট ছবি ‘সড়ক’-এর সিক্যোয়েল নিয়ে আসার কথা জানিয়েছিলেন মেয়ে আলিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।