কন্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার তিনি নগরীর নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
Read More News
এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন। গত ২ তারিখ এবং ৩ তারিখের যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে গত সোমবার রাতে। এতে কমলগঞ্জ উপজেলায় ৬ জন আক্রান্ত হন। তাদের মধ্যে সেলিম চৌধুরী রয়েছেন।