রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি রংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
Read More News
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ডেমরা থেকে তাদের দুটি এবং খিলগাঁও থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১০টা পর্যন্ত ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।