উত্তর কোরিয়া সোমবার দেশটির পূর্ব উপকূলের অদূরে সমুদ্রে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানিয়েছে।
এর আগে দেশটি পরীক্ষামূলক দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাত্র কয়েক দিন পর সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল।
জাতিসঙ্ঘ অবরোধকে উপেক্ষা করে এর আগের ওই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে (গ্রিনিচ মান সময় ০৬৩০) ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এটি ইস্ট সি-তে (জাপান সাগর) গিয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেনি।
Read More News