টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রুদ্রনীল ঘোষ , ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী, রাজ চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষ সহ আরও অনেকে। তাঁর জন্মদিনে মিষ্টি একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
Read More News
ঋতুপর্ণা সেনগুপ্তও ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রতকে। তিনি লিখলেন, “শুভ জন্মদিন পরমব্রত। তুমি একজন দক্ষ অভিনেতাই নয়। তুমি একজন ভাল গায়কও। তোমার জীবনে সব কিছু ভাল হোক।

ঋতাভরী ও পরমব্রত এক সঙ্গে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। বলিউডের ‘পরি’ ছবিতেও তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। বাস্তব জীবনেও পরম ও ঋতাভরী কাছের বন্ধু। দু’জনেই টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। আজ অভিনেতা ৪০-এ পা দিলেন। তাঁর জন্মদিনে ঋতাভরী জানালেন শুভেচ্ছা।
নায়কা’র বিজ্ঞাপনে কাজ করেছিলেন তাঁরা এক সঙ্গে । সেই ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, “শুভ জন্মদিন আমার ইন্সপিরেশন। তুমি সব থেকে বেস্ট। তোমার জন্মদিনে ভার্চুয়াল আলিঙ্গন পাঠালাম।” এই ভিডিও শেয়ার হতেই ১ মিলিয়ন ছাড়ায় ভিউ।
https://www.instagram.com/p/CB7g3umHF-7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
Sildenafilgenerictab News Bangla News Paper