করোনায় শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামানের মৃত্যু

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান (রিঠু) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ জুন) বিকাল তিনটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

ডা. আসাদুজ্জামান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

ওসমানী মেডিকেলর ৩০তম ব্যাচের শিক্ষার্থী ডা. আসাদুজ্জামান (রিঠু)-এর মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
Read More News

চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের (ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *